মুরারই ১: ঘুষকিরা প্রাইমারি স্কুল ময়দানে শুভ উদ্বোধন করা হলো ফুটবলের ফাইনাল খেলা, উপস্থিত ব্লক সভাপতি, IC সহ অন্যান্যরা
মুরারই এক নম্বর ব্লকের ঘুষকিরা বান্ধব সমিতি ক্লাবের পরিচালনায়, ফুটবলের ফাইনাল খেলার আজ পহেলা ডিসেম্বর সোমবার বিকেল নাগাদ ঘুষকিরা প্রাইমারি স্কুল ময়দানে শুভ উদ্বোধন করা হয়েছে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরারই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ, বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত, মুরারই থানার IC শামসের আলী, বিশিষ্ট সমাজসেবী আরিফ খান সহ বান্ধব সমিতি ক্লাবের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।