রানাঘাট ১: সমাজ সচেতনতায় অভিনব উদ্যোগ,জীবনের সমতুল্য গাছ কে ভাই মেনে তাদের রক্ষার অঙ্গীকার করে বীরণগরে গাছ ফোঁটা বোনদের
জীবনের সমতুল্য গাছ কে ভাই মেনে তাদের রক্ষার অঙ্গীকার করে বীরণগরে গাছ ফোঁটা বোনদের। একটি গাছকে একটি প্রাণ বলা হলেও প্রায় প্রতি নিয়তই অর্থ পিপাসু অসৎ মানুষের লোভের শিকার হচ্ছে গাছ। ফলে যত্রতত্র কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে, ফলে ভারসম্ম নষ্ট হচ্ছে পৃথিবীর বাড়ছে উস্নায়ন। আর তারই প্রতিবাদে গাছেদের নিজেদের ভাই রূপে কপালে ফোটা দিয়ে বৃক্ষ ছেদন কারীদের দুয়ারে কাঁটা দেওয়ার প্রার্থনা করলেন বীর নগরের কিছু মহিলা।