হরিশ্চন্দ্রপুর ২: পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ খুনের ঘটনায় হরিশ্চন্দ্রপুরের আহতের পরিবার চরণ দুরবস্থায়
গত লক্ষ্মী পূজার রাতে গাড়ি চাপা দিয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কে খুনের ঘটনা ঘটে হরিশ্চন্দ্রপুরে। পাঁচ জনকে গাড়ি চাপার দেওয়া হলে দুজনের মৃত্যু হয়েছে এবং মনোজ দাস নামে একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে। অসহায় পরিবার চিকিৎসা খরচ যোগাতে নাজেহাল অবস্থা। পরিবারটিকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা বিশিষ্ট সমাজসে মতিউর রহমান তার লোকজন দ্বারা পাঠিয়ে প্রদান করেছেন।চরম বিপদের মুখে পড়েছে ওই পরিবার।