কাটোয়া ১: মহালয়ার সকালে কাটোয়ার বাঁশতলা ঘাটে পিতৃতর্পণ করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী
সকাল সকাল কাটোয়ার বাঁশতলা ঘাটে পিতৃতর্পণ করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। ছোট ভাই জিতেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে মহালয়ার সকালে আচারবিধি মেনে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করেন তিনি। এদিন ঘাটে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। রবিবাবু বলেন, “মহালয়া মানেই পিতৃতর্পণ, মাতৃতর্পণের দিন—এটা আমাদের কর্তব্য।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, জেলার বাইর থেকেও বহু মানুষ কাটোয়ার ঘাটে আসেন তর্পণ করতে এবং তার জন্য প্রশাসন, পৌরসভা, পুলিশ ও সিভিল ডিফেন্স।