হলদিবাড়ি: নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই, একজনের অবস্থা আশংকাজনক
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত, ২। আশংকাজনক অবস্থায় একজনকে রেফার করা হলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে হলদিয়া বেলতলি রাজ্য সড়কের নতুন প্রেট্রল পাম্প সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সুব্রত রায় নামের বছর ২১-এর এক যুবক বাইক নিয়ে আসছিলো৷ অন্যদিক থেকে জ্ঞানদাস এলাকার নিজামুদ্দিন হক নামের বছর ৩৮-এর এক ব্যক্তি রাজ্য সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলো।