জঙ্গলমহল জুড়ে সারা বছর ধরেই অজস্র মোরগ লড়াইয়ের আসর বসে। তবে শীতকালেই সব থেকে বেশি হয় এই মোরগ লড়াই। সোমবার বিনপুর 2 ব্লকের মুচিবাঁধে এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত হয় বিশাল মোরগ লড়াই মেলা। এদিন দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা। মোরগ লড়াই এলাকাবাসীর কাছে একটা উৎসবের মতো। তাকে ঘিরে এদিন আনন্দ আর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিকেল নাগাদ মোরগ লড়াই দেখতে ভিড় হয় অসংখ্য মানুষের।