মুরারই ২: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু! পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মর্মান্তিক দুর্ঘটনা,শোকের ছায়া রামচন্দ্রপুরে
বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, ওই এলাকার এক পরিযায়ী শ্রমিক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা এলাকায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা যায়, আজ ৯ই অক্টোবর দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনার খবর গ্রামে পৌঁছায়। মৃতের দেহ আজ রাতেই রামচন্দ্রপুরে নিয়ে আসা হবে বলে জানা গেছে। হঠাৎ এই ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা।