বোলপুর-শ্রীনিকেতন: একদিন নিখোঁজ থাকার পর পারুলডাঙ্গার রক্তকুরি এক দিঘি থেকে মৃতদেহ উদ্ধার
একদিন নিখোঁজ থাকার পর দিঘি থেকে মৃতদেহ উদ্ধার হল বোলপুর মকরমপুর বাগান বাড়ার বাসিন্দা নদীয়া হেমরমের। আজ ২২ শে সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২ টা নাগাদ পারুলডাঙা রক্তকুরি নামে এক দীঘিতে একজনের মৃতদেহ ভাসতে দেখেন। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই খবর পৌঁছাই নিখোঁজ থাকা পরিবারে। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোক জনেরা। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের