ক্যানিং ১: ক্যানিং এর ধলিরবাটি মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু ক্যানিং থানার এক সিভিক ভলেন্টিয়ার সহ দুজনের
মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল ক্যানিং থানার এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আরও এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত এক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডের ধলিরবাটি এলাকায়। মৃত সিভিকের নাম তাজউদ্দিন লস্কর(৩৫)। আরেক মৃতের নাম সামসুদ্দিন সেখ(২১)। আহত সামসুল সেখ বর্তমানে চিকিৎসাধীন একটি বেসরকারি নার্সিংহোমে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ধলিরবাটি মোড়ের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সিভিক ভলান্টিয়ার তাজউদ্দিন বাইক করে ধলিরবাটি মোড