রাজগঞ্জ: নাগেশ্বরী চা বাগানে পাতা তোলার কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক মহিলা চা শ্রমিক,এলাকায় আতঙ্ক
নাগেশ্বরী চা বাগানে পাতা তোলার কাজ করার সময় চিতাবাঘের আক্রমণেআহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনা। জানা গিয়েছে জিতনি মুন্ডা নামে চাবাগানের দোকান লাইনের বাসিন্দা ঐ মহিলা অন্যান্য শ্রমিকদের সাথে বাগানের ৭বি নং সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন। ওই সময় চা বাগানের নালা থেকে একটি চিতাবাঘ এসে জিতনির উপর লাফিয়ে পড়ে। জিতনি কে আহত করে চিতাবাঘটি ফের চা বাগানে পালিয়ে যায়। পরে বাগানের শ্রমিকরা জিতনিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে যায।