ধর্মনগর: কদমতলা জীবন জ্যোতি ক্লাবে মহাষষ্ঠীতে পুজো প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত UTZP সভাধিপতি সহ অন্যান্যরা
রবিবার উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা এলাকায় অবস্থিত জীবন জ্যোতি ক্লাবে মহাষষ্ঠীতে তাদের পুজো প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা।