ডোমকল: সাহেব রামপুরের মর্মান্তিক পথ দুর্ঘটনার গুরুতর আহত এক ব্যক্তি
সাহেব রামপুরের ম-র্মান্তিক পথ দু-র্ঘটনার গু-রুতর আ-হত এক ব্যক্তি , আহত ব্যক্তির নাম জাকির হোসেন তাঁর বাড়ি বহরমপুর এলাকায়। বাইকের সাথে ঘটে যায় দুর্ঘটনা। তারপরে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে করতরে জখমণ তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে রেফার করা হয় মুর্শিদাবাদ ডোমকল মহকুমা হাসপাতালে।