পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া রামকৃষ্ণ আশ্রম কালী মন্দিরের ৪৫তম বার্ষিক মহোৎসব ও প্রতিষ্ঠান দিবস পালিত হোল মকর সংক্রান্তির দিন বুধবার সারা দিন ধরেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে।পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার বাউল শিল্পি দের নিয়ে হয়ে গেল বাউল সম্মেলন। হাজার হাজার মানুষের সমাগম হয় ।নরনারায়ন সেবার উদ্বোধন করেন মন্দিরের সভাপতি শিব তত্বা নন্দ মহারাজ ও সম্পাদক শান্তি প্রিয় গুরু ।