পাড়া: পাড়া ব্লকের আনাড়া তে মেরে যুবা ভারত-এর উদ্যোগে ব্লক লেভেল স্পোর্টস মিট অনুষ্ঠিত
Para, Purulia | Oct 11, 2025 ১০ ও ১১ অক্টোবর ২০২৫ তারিখে পাড়া ব্লকের অন্তর্গত আনাড়া নেতাজি সংঘের মাঠে অনুষ্ঠিত হলো ব্লক লেভেল স্পোর্টস মিট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে মেরে যুবা ভারত রঘুনাথপুর শাখা, সহযোগিতায় ছিল আনাড়া নেতাজি সংঘ। দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ছিল গ্রুপ ও ব্যক্তিগত—দুই ধরনের ইভেন্ট। মহিলাদের জন্য অনুষ্ঠিত হয় কাবাডি, যেখানে ৪টি দল অংশগ্রহণ করে, আর পুরুষদের জন্য ছিল ফুটবল, যেখানে মোট ৮টি দল বিভিন