বরাবাজার: ফাগুডি ফুটবল মাঠে আয়োজিত BJP র বান্দোয়ান মণ্ডল ২ এর সাংগঠনিক বৈঠক, উপস্থিত জেলার সাধারণ সম্পাদক
বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর পক্ষ থেকে এক সাংগঠনিক বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার দুপুরে বরাবাজার শহরের সন্নিকটে ফাগুডি ফুটবল মাঠে। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লবসেন বাসকে,জেলা কমিটির সদস্য বৃন্দাবন মাহাতো, মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক সহ মন্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা