মানবাজার ১: মানবাজার গ্রাম্য যোগাশ্রম পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,উপস্থিত মন্ত্রী
মানবাজার গ্রাম্য যোগাশ্রম দূর্গা পূজা কমিটি।মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ টা নাগাদ পুজোটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবছর মানবাজার গ্রাম্য যোগাশ্রম দূর্গা পূজা কমিটির থিম নেপালের কাঠমান্ডুর পশুপতি নাথের মন্দির।মন্ডপ জুড়ে রয়েছে অসাধারণ শিল্পকর্মের ছোঁয়া।উদ্বোধনে ছিলেন রাজ্যের পশ্চিমবঙ্গের উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু,মানবাজার মহকুমা শাসক, মানবাজার এসডিপিও,মানবাজার-১ নং ব্লকের বিডিও,মানবাজার থানার পুলিশ আধিকারিক