শীতলকুচি: বড় মরিচা এলাকায় ঐতিহাসিক খান আমানতুল্লাহর পুরনো বাড়ি পরিদর্শন করলেন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন
সোমবার শীতলকুচি ব্লকের বড়মরিচা এলাকায় ঐতিহাসিক খান আমানাতুল্লাহ পুরনো বাড়ি পরিদর্শন করেন গিরিন্দ্রনাথ বর্মন পরিদর্শনে এসে গিরীন্দ্রনাথ বর্মন বলেন কোচবিহার রাজা আমলের বিভিন্ন বাড়িগুলো হেরিটেজ ঘোষণা করেছেন সরকার আমরা দাবি জানাই খান আমানতুল্লাহ পুরনো বাড়িটিকে হেরিটেজের আওতায় আনা হোক।