খোয়াই: আশারাম বাড়ির সমবাইরা বাজার এলাকায় ৬ থেকে ৭ জনের উপর বাংলাদেশী সহ তাদের দুইজন সহযোগী আটক
Khowai, Khowai | Oct 30, 2025 আশারাম বাড়ির সমবাইরা বাজার এলাকায় ৬ থেকে ৭ জনের উপর বাংলাদেশী সহ তাদের দুইজন সহযোগী আটক এদিন রাত 9 টার দিকে তাদেরকে আটক করে স্থানীয় এলাকাবাসীরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সহ ঘটনাস্থলে ছুটে যান খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক D. KUDDAIRASSU সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।