জলপাইগুড়ি: পুজোয় ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ: হাতির স্নান দর্শন
পুজোয় ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ: হাতির স্নান দর্শন। ডুয়ার্সের জঙ্গলে পুজোর ভ্রমণে আসা পর্যটকদের জন্য বনদপ্তরের পক্ষ থেকে থাকছে খুশির খবর। তিন মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেছে ডুয়ার্সের বনাঞ্চল। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে কুনকি হাতিদের স্নান দেখার সুযোগ থাকছে। এই নতুন প্যাকেজের জন্য মাথাপিছু ১৫০ টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে আগত পর্যটকদে