ক্যানিং ১: সোনারপুরে চন্দ্রবোরা সাপের ছোবলে জখম যুবক, চিকিত্সাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে
সাপের কামড়ে জখম এক যুবক। সোনারপুরের বাসিন্দা সঞ্জু নস্করকে সোমবার সকালে চন্দ্রবোড়া সাপে কামড়ায়। রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে সাপের ছোবল খান তিনি। সাথে সাথে পায়ে বাঁধন দিয়ে দেন সঞ্জু। এরপর ক্যানিং মহকুমা হাসপাতালে দুপুর নাগাদ নিয়ে এলে দেখা যায় ছোবলের ক্ষতস্থান যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। সাথে সাথেই চিকিৎসা শুরু হয়। চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় বলেন, “ সাপে কামড়ালে বাঁধন দেওয়ার দরকার নেই। বাঁধন দিলে রক্ত চলাচলে সমস্যা ঘটে। ফলে অঙ্গহানি ঘটতে পারে। সাপে কামড়ালে দ্রুত