চাপরা ব্লকের চাপড়া বাঙালঝিতে চাপড়া বই মেলা ২০২৫ এর শুভ সূচনা হল শনিবার। চাপড়া সমবায় ময়দানে আগামী ১৯ শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই বই মেলা। এ বছর রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হবে। শনিবার মেলার শুভ সূচনায় উপস্থিত ছিলেন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায়, চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শুরুর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা।