গোসাবা ব্লকের কুমিরমারী GPর পূর্ব পাড়ার এভার গ্রীন ক্লাব থেকে লেলিন কলোনির বাসন্তী সরদারের বাড়ি পর্যন্ত ৩কিমি ৩৩৫ মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করেন কুমিরমারী GP প্রধান শ্রাবনী মন্ডল শনিবারদুপুরে।উপস্থিত ছিলেন GPর উপ প্রধান দেবাশীষ মন্ডল সহ কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা।পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীন সড়ক উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই ৩.৩৩৫কিলো মিটার কংক্রিটের রাস্তা তৈরি করতে খরচ করা হবে প্রায় ১কোটি ৮২লক্ষ টাকা