মানবাজার ২: বোরো থানা এলাকায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের সামনে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের সহ SFI এর
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আচমকাই কোনো লিখিত নোটিশ ছাড়াই হস্টেল খালি করার নির্দেশে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো এস এফ আই। সোমবার পুরুলিয়ার মানবাজার-২ নং ব্লক এলাকার একটি স্কুলের হস্টেলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ করেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে এদিন বোরো থানা এবং স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। মঙ্গলবার এস এফ আই-য়ের তরফে বেলা বারোটা থেকে একই দাবীতে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে।