মঙ্গলকোটের মাজিগ্রামে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজের শুভারম্ভ করা হল। রবিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সহ অনান্যরা। ফিতে কেটে রাস্তার কাজের এদিন সূচনা করেন বিধায়ক। জানা গিয়েছে, মাজিগ্রাম পঞ্চায়েত এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দীর্ঘদিন ধরে তৈরির দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।