খয়রাশোল: SIR নিয়ে খয়রাশোলে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, উপস্থিত নেতৃত্বের বার্তা “সংগঠনের পাশে কর্মীরা থাকুন ঐক্যবদ্ধভাবে”
খয়রাশোল ব্লকের কেন্দগড়ে শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক। রাত আটটা নাগাদ শুরু হওয়া এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী অনলাইনে যুক্ত হয়ে S.I.R. নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব— অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চল সভানেত্রী, ব্লক মহিলা নেত্রী এবং খয়রাশোল ব্লক কোর কমিটির অন্যতম সদস্য শ্যামল কুমার গায়েন।