নারায়ণগড়: বেলদা কলেজে পালন করা হলো রাষ্ট্রীয় একতা দিবস!
রাষ্ট্রীয় একতা দিবস পালন করলো 45 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি মেদিনীপুর ইউনিট। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে 45 ব্যাটেলিয়ান মেদিনীপুর এনসিসি ইউনিটের উদ্যোগে ও বেলদা কলেজ এনসিসি ও এনএসএস-এর আয়োজনে পালন করা হলো রাষ্ট্রীয় একতা দিবস। এদিন ছিল লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এদিন বেলদা কলেজের সেমিনার হলে দেশাত্মবোধক নাচ, গান ও বক্তৃতার মধ্য দিয়ে পালন করা হয়েছে এই রাষ্ট্রীয় একতা দিবস।