বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর থানার পুলিশের বড়োসড় সাফল্য,অজয় নদী থেকে অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক আটক করল বোলপুর থানার পুলিশ
কালীপুজোর উৎবের রেশ কাটতে না কাটতেই ভোররাতে তৎপরতায় নজির গড়ল বোলপুর থানার পুলিশ। আজ ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ  অজয় নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই তিনটি ওভারলোডেড ট্রাক বোলপুরের দিকে আসছিল বলে খবর পায় পুলিশ। বোলপুর থানার আইসি লিটন হালদার গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনটি ভ্যান পুলিশ বাহিনী পাঠান। পুলিশ বাহিনী কাশীপুর বাইপাস এলাকায় নাকা চেকিং বসিয়ে ওই তিনটি ট্রাককে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকগুলির চালকরা ট্রাক মাঝরাস্তা