রাত্রি বাড়ার সাথে সাথে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকা সহ জেলা জুড়ে পড়েছে জাকিয়ে শীত। আর এই শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকেই জনশূন্য হয়ে পড়ছে গ্রামীণ রাস্তাঘাট। আজ সন্ধ্যা নাগাদ ঠিক তেমনি অবস্থা লক্ষ্য করা গেল ময়ূরেশ্বর এর বিভিন্ন এলাকায়। মূলত দিনের দিকের তুলনায় রাতে বাড়ছে জাঁকিয়ে শীত। তাই জনশূন্য হয়ে পড়ছে গ্রামীণ রাস্তাঘাট।