খড়গপুর ১: SIR শুরুর আগেই রাজ্যজুড়ে রদবদল, রাষ্ট্রপতি শাসনের আহ্বান করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের
আজ সোমবার রাজ্যজুড়ে বড়সড় রদবদল করেছে নবান্ন। একাধিক আইএএস দের বদলি করেছে অন্যত্র। বদল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। জেলাশাসক থেকে শুরু করে এসডিও এডিএম সহ একাধিক আধিকারিকদের বদলি করা হয়েছে। দিলীপ ঘোষ জানান, যাকে যেখানে বদলি করা হোক কিন্তু নির্বাচন ব্যবস্থা কমিশনের হাতে থাকবে, নির্বাচন কমিশন যা করছে তাতে সকলের সহযোগিতা করা উচিত, তৃণমূল যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে এটা ধরে নেওয়া হবে যে তারা রাষ্ট্রপতি শাসনকে আহ্বান করছে।