আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে গ্রেপ্তার তিনজন কে দেখার জন্য ধুরমার কাণ্ড ঘটে গেল
আলিপুরদুয়ার অরবিন্দ নগর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে উদ্ধার করা হয়েছে কফ সিরাপ সহ ব্রাউন সুগার মাপার যন্ত্রপাতি। এমনটাই জানা গেছে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে রবিবার বিকেল তিনটে নাগাদ। গোপন খবরের ভিত্তিতে সেদিন আলিপুরদুয়ার পুলিশ অভিযান চালায়। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে দীর্ঘদিন যাবত ওই এলাকায় এই অবৈধ ব্যবসার চলছে। প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা আসে এই এলাকায় বাইরে থেকে।