বরাবাজার: ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস পালিত হলো সিপিআইএম পার্টির উদ্যোগে জিলিং গ্রামে
সিপিআইএম পার্টির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস। সেই সঙ্গে বরাবাজার এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর এরিয়া কমিটির উদ্যোগেও জিলিং সহ বেশ কয়েকটি স্থানে ৭ ই নভেম্বর সকাল দশটা নাগাদ পালিত হয় এই দিনটি। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯১৭ সালে ৭ই নভেম্বর আজকের দিনে কমিউনিস্ট নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়াতে রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে শোষণের সমাজ গড়তে পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙ্গে ফেলে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গঠন হয়।