বালুরঘাট: বালুরঘাটে সুকান্তর কটাক্ষ: কেন্দ্র আগে মাইনে দিলে, রাজ্য শুধু নকল করে — ‘বাঁদরের অভ্যাস’ তোপ বিজেপি নেতার
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফের কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। মঙ্গলবার সকালে এক্স-এ পোস্ট করে তিনি জানান, বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগামী ২৬ তারিখেই পুজোর আগে মাইনে পেয়ে যাবেন। আর বুধবার সকাল দশটা নাগাদ বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দিকে ব্যঙ্গ ছুঁড়ে দেন তিনি।