কুমারগ্রাম: কুমারগ্রামের দক্ষিণ হলদিবাড়িতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
কুমারগ্রাম ব্লকের দক্ষিণ হলদিবাড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুপ দাস(২৯)। বুধবার তাকে বাড়ি থেকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক অনুপকে মৃত বলে ঘোষণা করেন। কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।