রায়গঞ্জ: ভাইফোঁটার আগেই মিষ্টির বাজারে ভিড়, নজর কাড়ছে ‘পাখির বাসা ও ভাইফোঁটা লেখা মিষ্টি ’ রায়গঞ্জে
রাত পোহালেই ভাইফোঁটা। উৎসবের আগেই বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ভাইফোঁটা লেখা মিষ্টির পাশাপাশি নজর কেড়েছে নতুন আইটেম ‘পাখির বাসা’। সন্ধ্যায় মিষ্টি ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা থেকেই বিক্রির ধুম পড়েছে এবং বৃহস্পতিবার সারাদিনই ক্রেতাদের ভিড় থাকবে বলে আশাবাদী তারা।