শান্তিরবাজার: ত্রিপুরা তপঃশিলী জাতি সমন্বয় সমিতির ৫ম শান্তির বাজার বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তিরবাজারে
ত্রিপুরা তপঃশিলী জাতি সমন্বয় সমিতির ৫ম শান্তির বাজার বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তিরবাজারে।১৮ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলে সম্মেলন।ত্রিপুরা তপঃশিলী জাতি সমন্বয় সমিতির সম্মেলন তিন বৎসর পর পর হয়ে থাকে।সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।এই নতুন কমিটি অন্যান্য সদস্য সদস্যাদের নিয়ে আগাৃী তিন বৎসর সংগঠনের কাজ করবেম।আজকের সম্মেলনে বিগত তিন বৎসরের কাজের মুল্যায়ন হয়