হাইলাকান্দি: রাস্থা নির্মানে জমি সংক্রান্ত বিবাদ মীমাংসা করলেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর
কাটলিছড়া সমষ্টির বাশাটিলা এলাকা পরিদর্শন করেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর আজ বুধবার। আর এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন তিনি। এদিন PWD রাস্তার জমির সমস্যা নিয়ে কাজ বন্ধ ছিলো বাশাটিলায়।তাই সরজমিনে উপস্থিত হয়ে জমির সমস্যা সমাধান করে এবং ঠিকাদারকে নির্দেশ দেন আগামী কাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার জন্য। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভূইয়া, সহ বিশিষ্টরা।