কাঁথি ৩: কাঁথি ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজ মারিশদা BKJ হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাঁথি ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজ মারিশদা BKJ হাইস্কুলের মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য পশ্চিমবঙ্গ তৃনমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া উইংয়ের সভাপতি এবং তৃনমূল কংগ্রেসের মুখপাত্র,এছাড়াও উপস্থিত ছিলেন পীযূষ কান্তি পন্ডা সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা, জ্যোতির্ময় কর বিকাশ চন্দ্র বেজ সম্পাদক রাজ্য INTTUC, মানিক ঘোড়াই সভাপতি SC,OBC