জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কোচবিহার MJN মেডিকেল কলেজে ও হাসপাতালে।এদিন আহতের এক প্রতিবেশী জানান, গতকাল রাতে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খলিসামারি এলাকায় পিংকু বর্মন নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তার নিকটাত্মীয়। গালে এবং ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করা হয় ওই ব্যক্তির। মূলত জমি বিবাদকে কেন্দ্র করেই এই আক্রমণ। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক রয়েছে।