রাজারহাট: দত্তাবাদ স্বর্ণব্যবসায়ী খুন: ১২ দিন পর পুলিশের জালে বিডিওর চালক ও বন্ধু, নীলবাতি গাড়িতে দেহ লোপাটের ছবি সিসিটিভিতে
দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিলা খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পুলিশের হাতে। ঘটনার ১২ দিন পর রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি ও তাঁর বন্ধু তুফান থাপাকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। ধৃত রাজু রাজারহাটের বাসিন্দা, তিনি বিডিওর গাড়িচালক। তুফান থাপা ওই বিডিওর ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।