আলিপুরদুয়ার ২: কেঁপে উঠলো উত্তর মজিদখানা দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্য
রবিবার রাত আটটা নাগাদ কামারপাড়া মিলন মন্দির পাঠাগারের প্রতিমা নিরঞ্জন করার প্রাক মুহুর্তে কয়েক হাজার দর্শকের সমাবেশ হয় পুজো প্যান্ডেলে এমনটাই জানা গেছে কমিটির কর্মকর্তা সুমন্ত করের কাছ থেকে। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর মজিদ খানা তথা কামারপাড়া মিলন মন্দির পাঠাগারের এবার পুজোর প্যান্ডেল তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের তাছাড়া প্রতিমা ছিল অন্যান্য প্রতিমার চেয়ে একটু অন্যরকম।