ইটাহার: SIR-কে কেন্দ্র করে দুর্গাপুর, দুর্লভপুর ও ছয়ঘরা অঞ্চলে পৃথক ৩ টি বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন করলেন ইটাহারের MLA
SIR- সংক্রান্ত অঞ্চল ভিত্তিক তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। এদিন ইটাহার ব্লকের ছয়ঘরা, দুর্গাপুর ও দুর্লভপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩টি পৃথক এলাকায় দলীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অঞ্চলের দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধি সহ বিএলএ ২ দের উপস্থিতিতে SIR সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করেন MLA মোশারফ হুসেন। এছাড়া ছিলেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যরা।