কলকাতা: আবারো খাস কলকাতার অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
আবারো খাস কলকাতার অভিজাত আবাসনে মহিলার রহস্যমৃত্যু। আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। দক্ষিণ কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নীচে মঙ্গলবার সকালে ওই মহিলার অচৈতন্য দেহ মেলে। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২০ তলা থেকে নিচে পড়েই মৃত্যু।