রঘুনাথপুর ১: রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে রক ক্যাম্পের উদ্বোধনে SDO সহ অন্যান্যরা
পশ্চিমবঙ্গে পাহাড়ে চড়া শেখার জন্য তিনটি আদর্শ পাহাড় আছে।এর মধ্যে একটি হল বাঁকুড়ার শুশুনিয়া এবং অপর দুটি পাহাড় হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাঠাবুরু ও রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়।ইতিমধ্যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাঠাবুরু অল ইন্ডিয়া ট্রেকিং এর ক্ষেত্রে স্বর্ণপদক পেয়েছে ।অথচ ট্রেকিং বিশেষজ্ঞদের মতে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় ভারতবর্ষের অন্যতম সেরা ট্রেকিং ক্ষেত্র।এবার সেই রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে শনিবার দুপুরে রক ক্যাম্পের উদ্বোধন করেন SDO