কুমারগ্রাম: তেলিপাড়া টোলপ্লাজা এলাকা থেকে 600 CFT চোরাই বার্মাটিক বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল বন বিভাগ
তেলিপাড়া টোলপ্লাজা এলাকা থেকে চোরাই বার্মাটিক বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করল বন বিভাগের ভল্কা রেঞ্জ। সোমবার বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাক থেকে ৬০০ সিএফটি চোরাই বার্মাটিক উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। অসম থেকে পাকরিগুড়ি হয়ে পাঞ্জাব নম্বরের ওই ট্রাকটি এই রাজ্যে আসে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনকর্মীরা গাড়িটির পিছু নেন। তেলিপাড়া টোলপ্লাজা এলাকায় গাড়িটিকে আটক করেন বনকর্মীরা। সেসময় চালক পালিয়ে যায়।