জগৎবল্লভপুর: জগৎবল্লভপুর থানার পুলিশ জগৎবল্লভপুরের একাধিক জায়গা থেকে উদ্ধার করল ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি গ্রেপ্তার ৪
কালীপূজার আগে জগতবল্লভপুরে একাধিক বেআইনি বাজি তৈরির গোপন আস্তানায় পুলিশি হানা,গ্রেফতার চার... গোপন সূত্রে খবর পেয়ে জগতবল্লাভ পুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার আনুমানিক ১২ঃ৩০ নাগাদ পাতিহাল, বড়গাছিয়া,মুন্সিরহাট এলাকায় বেআইনি বাজি তৈরির একাধিক গোপন জায়গায় হানা। বাজেয়াপ্ত প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি এবং বাজি তৈরির মশলা সহ নানান সরঞ্জাম।গ্রেফতার চার জন