বাঘমুণ্ডী: কালীপুজোর আবহে সীতারাম সভা আশ্রম পরিদর্শনে বাঘমুন্ডির বিশিষ্টজনেরা
কালীপুজোর আবহে সীতারাম সভা আশ্রম পরিদর্শনে বাঘমুন্ডির বিশিষ্টজনেরা অন্যান্য বছরের মত এ বছরও ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী ইচাগড়ের কাছে কিরকাডির সীতারাম সভা আশ্রম প্রাঙ্গনে সাড়ম্বরে আয়োজিত হলো কালীপুজো। যাকে কেন্দ্র করে মায়ের প্রসাদ স্বরূপ বিভিন্ন ভোগের ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মায়ের দর্শন এবং প্রসাদ গ্রহণে বাগমুন্ডি থেকে বিশিষ্টজনদের একটি দল আশ্রম প্রাঙ্গনে উপস্থিত হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর চমন খান, বাঘমু