সাঁইথিয়া: সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর তীরে ভক্তিময় ছট পূজা অনুষ্ঠিত হলো
আজ সোমবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ বীরভূমের সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীর তীরে ভক্তি ও পবিত্রতার আবহে পালিত হচ্ছে ছট পূজা। সাঁইথিয়া পৌরসভার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা বিপ্লব দত্ত ও সমাজসেবী দেবাশীষ সাহা। নিরাপত্তা ব্যবস্থায় ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তপাই বিশ্বাস। ভক্তদের “জয় ছটী মাই ধ্বনিতে মুখরিত নদীতীর