পুরুলিয়ায় অসম্পূর্ণ জাতীয় সড়কে বেআইনি টোল ট্যাক্স আদায়ের বিষয়ে কাশীপুর বিধানসভা এলাকা থেকে প্রতিক্রিয়া দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। উল্লেখ্য পুরুলিয়া ৩২ নং জাতীয় সড়কে বেলকুড়ি টোল প্লাজায় টোল ট্যাক্স আদায় নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে ওই জাতীয় সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের মালিক ও চালকদের।