কোচবিহার ২: রাজারহাটে বিজেপির SIR ও CAA সহায়তা কেন্দ্র, উপস্থিত বিধায়ক।
কোচবিহার জেলা বিজেপির উদ্যোগে কোচবিহার 2নং ব্লকের অন্তর্গত রাজারহাট চৌপতি এলাকায় SIR ও CAA সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।মঙ্গলবার এই সহায়তা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন কোচবিহার বিজেপি বিধায়ক সুকুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি SIR নিয়ে রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস যে চক্রান্ত শুরু করেছে মূলত সেসব বিষয় নিয়ে সাধারণ মানুষকে অবগত করতে এবং সহযোগিতা করতেই এই সহায়তা কেন্দ্র।