ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে সুখ্যাত এক্সক্লুসিভ সিল্ক হাউস চার বছর ধরে অনলাইন ও অফলাইন দুই বিভাগের বিক্রেতাদের নিয়ে আয়োজন সিটি সেন্টারে
দুর্গাপুরের সুখ্যাত এক্সক্লুসিভ সিল্ক হাউস গত চার বছর ধরে অনলাইন ও অফলাইন দুই বিভাগের বিক্রেতাদের নিয়ে আয়োজন করে আসছে এই অভিনব ফ্যাশন শো। এবছরও সংস্থার পক্ষ থেকে পঞ্চম বর্ষের শো আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটের সময় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বব সেনগুপ্তা, কলকাতা থেকে আগত গ্রুমার অনির্বাণ মহালনবিস, এবং বিগত চার বছরের বিজয়ীরা। বব সেনগুপ্তা জানান, নভেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুর